প্রতিদিন ব্যবহার করি এমন ৫০০ টির বেশি Short Sentence এর ব্যবহার | Rahul IT BD

প্রতিদিন ব্যবহার করি এমন ৫০০ টির বেশি Short Sentence এর ব্যবহার

প্রিয় বন্ধুরা এই পোস্টটিতে Short Sentence এর আরো কিছু ব্যবহার দেখানো হয়েছে। এর ব্যবহার জানতে এই পোস্টটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রতিদিন ইংরেজিতে কথা বলার জন্য এসব Sentence মুখস্ত করে ফেলা উচিত, যা দৈনন্দিন আমরা ব্যবহার করে থাকি।
Short Sentence এর ব্যবহার
এখানে ৫০০ টির বেশি Short sentence এর ব্যবহার দেখানো হয়েছে।

Short Sentence এর ব্যবহার

  • Really pleased- সত্যিই খুব খুশি
  • What an idea- কি বুদ্ধি
  • There is no point in scolding him-তোকে বকাবকি করার কোন মানেই হয় না
  • Get lost- বিদায় হও
  • Something is coming- কে যেন আসছে
  • There is no mistake- কোন ভুল নেই
  • It has gone off- নষ্ট হয়ে গেছে
  • Here you are- এগুলো আপনার
  • Everything was excellent- সবকিছু ভালো ছিল
  • I am gratefull to you- আমি তোমার প্রতি কৃতজ্ঞ
  • I know nothing- আমি কিছুই জানিনা
  • How much altugether- সব মিলিয়ে কত
  • Did I say anything wrong?- আমি কি ভুল কিছু বলেছি?
  • No more buts- আর কিন্তু না
  • Host in himself-একাই একশ
  • Just a little- অল্প একটু
  • I get your point- আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি
  • Whatever you like- তোমার যা মন চায়
  • Answar to the point- ঠিক ঠিক উত্তর দাও
  • Which one- কোনটা
  • Which ones- কোনগুলো
  • It's not a simple matter- এটা সামান্য ব্যাপার নয়
  • Can you guess- তুমি ভাবতে পারো
  • Experience is the best teacher- অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক
  • Old is gold- পুরাতন চাল ভাতে বাড়ে
  • Keep stay- লেগে থাকো
  • Are you waiting for someone?- তুমি কি কারো জন্য অপেক্ষা করছো?
  • The point is that- মূল বিষয়টি হচ্ছে এটা
  • The fact is- ব্যাপারটি হচ্ছে
  • That's why- তাই বলে
  • A man of word- এক কথার মানুষ
  • Slip of the tongue- মুখ ফসকে বের হওয়া
  • Word of no implication- কথার কথা
  • Every other day- এক দিন পরপর
  • By the end of day- দিন শেষে
  • All the same- একই রূপ
  • In due time- যথাসময়ে
  • Hard time- দুঃসময়
  • As much as- যতদূর সম্ভব
  • As soon as- যত তাড়াতাড়ি সম্ভব
  • As long as- যতক্ষণ পর্যন্ত
  • At best- বড়জোর
  • Far away- অনেক দূর
  • So far- যতদূর
  • For good- চিরকালের জন্য
  • Open mind- খোলাখুলি
  • By all means- সর্বশক্তি দিয়ে
  • By turns- পর্যায়ক্রমে
  • By mistake- ভুলক্রমে
  • By this time- এতক্ষণে
  • After all- তা সত্ত্বেও
  • As yet- এখন পর্যন্ত
  • Day by day- দিনে দিনে
  • By nature- স্বভাবত
  • In case of- ক্ষেত্রে
  • In no case- কোন মতেই না
  • Make sure- নিশ্চিত কর
  • Put off- খুলে ফেলা
  • To the point- সঠিক
  • Keep in mind- মনে রেখো
  • Over come- জয় করা
  • Not only that- শুধু তাই নয়
  • That is there thing- এটা তাদের বিষয়
  • I don't care about it- এতে আমার কোন আসে যায় না
  • As usual- যথারীতি
  • In the mean time- ইতিমধ্যে
  • All along- সব সময়
  • Acid test- অগ্নিপরীক্ষা
  • As a rule- নিয়ম অনুযায়ী
  • All the better- আরো ভালো
  • As far as possible- যতদূর সম্ভব
  • As a matter of fact- প্রকৃতপক্ষে
  • At a time- একেবারে
  • Due to- কোন কিছুর কারণে
  • In case- যদি
  • In any case- যাই হোক না কেন
  • On the other hand- পক্ষান্তরে
  • Tit for tat- ইটের বদলে পাটকেল
  • Up to- পর্যন্ত
  • Over hear- আরে পেতে সোনা
  • Everyone's mentality will not be the same- প্রত্যেকের মন-মানসিকতার সমান নয়
  • It will be accepted- এটা মেনে নিতে হবে
  • That is normal- এটা স্বাভাবিক
  • That is reality- এটাই বাস্তবতা
  • That is a matter of shame- এটা লজ্জার ব্যাপার
  • There is nothing shame- এতে লজ্জার কিছু নেই
  • I remember it very well- আমার খুব ভালোভাবে মনে আছে
  • What will I say?- বললে কি হবে?
  • Not for everyone- সবার ক্ষেত্রে নয়
  • That day- যেদিন/সেদিন
  • One at a time- একসময়
  • All the people- যে সমস্ত মানুষ
  • Now see- এখন দেখো
  • No identity with him- তার সাথে আমার পরিচয় নেই
  • It was a very funny incident- এটা হাস্যকর ঘটনা ছিল
  • In this content- এই প্রসঙ্গে
  • You are talking that- তুমি যে সব কথা বলছো
  • You are talking all that- তুমি যে সমস্ত কথা বলছো
  • Where to find it?- এটা কোথায় পাওয়া যায়?
  • Can it be found here?- এটা কি এখানে পাওয়া যাবে?
  • Is there coffee arrange here?- এখানে কি কফির ব্যবস্থা আছে?
  • I am having headache- আমার মাথা ব্যথা করছে
  • Mind your language- ভাষা সংযত কর
  • Everything has a limit- সবকিছুর একটা সীমা আছে
  • It is bounded- এটা সীমাবদ্ধ
  • It is the best of all- এটা সবথেকে ভালো
  • It may be that- এটা হতেই পারে
  • It cann't be told- এটা বলা যাবে না
  • Cann't be argued- তর্ক করা যাবে না
  • Don't say anything without knowing- কোন কিছু না জেনে বল না
  • How is it done?- তা কি করে হয়?
  • What kind of think is it?- এটা কি ধরনের কথা?
  • That is not our view- এটা আমাদের দেখার বিষয় নয়
  • It cann't be anythig- এটা কিছুতেই হতে পারে না
  • About that- সেটা নিয়ে/তা নিয়ে
  • There may be problem- সমস্যা হতেই পারে
  • Whatever you have- তোমার যা আছে
  • I cann't guarantee- নিশ্চয়তা দিতে পারব না
  • Cann't compare- তুলনা করা যাবে না
  • Everything will be ok/alright- সবকিছু ঠিক হয়ে যাবে
  • It is not available anywhere- এটা কোথাও পাওয়া যাচ্ছে না
  • Whether it can be done?- এটা করা যাবে কিনা?
  • It will be continue- এটা দিয়ে চলতে হবে
  • Let it pass- বাদ দিন তো
  • By the grace of Allah- আল্লাহর রহমতে
  • Hold on- লাইনে থাকুন
  • Talk sense- চিন্তা করে কথা বল
  • Hear it is- এই তো
  • That will be very nice- এটা হলে ভালো হয়
  • Where is the departure gate?- বহির্গমনের পথ কোথায়?
  • Where is the arrival gate?- আগমনের পথ কোথায়?
  • Follow my advice- আমার কথা মত চলো
  • By the end of june- জুনের শেষে
  • By the middle of june- জুনের মাঝে
  • Take your time- যতক্ষণ সময় লাগে নাও
  • On the way- পথের মধ্যে আছি
  • Do it yourself- নিজে নিজে কর
  • Leave it to me- আমার উপর ছেড়ে দাও
  • Show me some others- আরো কিছু আমাকে দেখান
  • I didn't say that- আমি একথা বলি নি
  • He is no more- সে আর নেই
  • Till the end- শেষ পর্যন্ত
  • Once upon a time- অনেকদিন আগে
  • Till now- এখন পর্যন্ত
  • In a word- এক কথায় বলতে গেলে
  • In the other way- অন্যভাবে বলতে গেলে
  • In this way- এভাবে
  • Do it at once- এক্ষুনি কর
  • What's up- কি অবস্থা
  • Not a bit- একটুও নয়
  • Just for asking- চাইলেই পাওয়া যায়
  • Keep your word- তোমার কথা রাখো
  • It doesn't matter- এটা কোন ব্যাপার নয়
  • Do you think so?- তুমি কি তাই মনে করো?
  • Next to nothing- না বললেও হত/চলতো
  • That's too much- এটা খুব বাড়াবাড়ি হচ্ছে
  • First expression actually matter- প্রথম অভিব্যক্তি আসলেই গুরুত্বপূর্ণ
  • That is another fact-এটা ভিন্ন বিষয়
  • Out of sight, Out of mind- চোখের আড়াল হলে মনের আড়াল হয়
  • Don't be sad- কষ্ট পেয়ো না
  • Don't make noise- শব্দ করো না
  • That will not be happened- এটা হতো না
  • It will be nice- এটা ভালো হতো
  • Don't break your promise- ওয়াদা ভঙ্গ করো না
  • This is the system of the day- এটা আজকালকার ধারা
  • Anybody here?- এখানে কেউ আছেন?
  • Wait a little bit- একটু অপেক্ষা কর
  • If so - যদি তাই হয়
  • So what- তাতে কি
  • Take a bite- এক কামড় নাও
  • Take a sip- এক চামচ নাও
  • It's all your fault- সব তোমার দোষ
  • Do it fast- তাড়াতাড়ি কর
  • I feel very lonely- আমার খুব একা একা লাগছে
  • Don't do this- এটা করো না
  • Take it outside- এটা বাইরে নিয়ে যাও
  • Right there- ঠিক ওখানে
  • Never mind- কিছু মনে করো না
  • Got it- বুঝতে পেরেছ
  • Do like this- এ রকম করো
  • Use your mind- নিজের বুদ্ধি কাজে লাগাও
  • Sit up straight- সোজা হয়ে বসো
  • What I say- যেটা বলছি
  • Any way- যাই হোক
  • Don't be late- দেরি করো না
  • Now or never- এখনি নয়তো নয়
  • You are not paying attention- তুমি মনোযোগ দিচ্ছো না
  • It is really delightful- এটা সত্যিই আনন্দের
  • I have a sky limit time- আমার অফুরন্ত সময় আছে
  • What the hell are you doing?-কি ঘোড়ার ডিম করছ?
  • Why are you call me name?- তুমি আমাকে গালি দিচ্ছ কেন
  • Just for asking- চাইলেই পাওয়া যায়
  • Be self dependent- স্বাবলম্বী হও
  • Legal earnings- বৈধ উপার্জন
  • Let me digress- একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
  • I swear I will- কসম আমি করব
  • I suppose so- আমিও সেটি ধারণা করেছি
  • How absurd- কি বাজে বকছো
  • Good riddance- যাক বাঁচা গেল
  • What a pity- কি দুঃখজনক
  • How strange- কি অদ্ভুত
  • That's right- ঠিক বলেছ
  • I am not feeling well today- আজকে আমার মন ভালো নেই
  • That was my mistake- এটা আমার ভুল ছিল
  • Move back- পিছে হাঁটো
  • Chill down- শান্ত হও
  • It's your illusion-
  • Not here- এখানে নয়
  • Not again- আর নয়
  • Not you- তুমি না
  • I am in trouble- আমি কষ্টে আছি
  • Both of you- তোমরা দুজনেই
  • That's him- এটাই সে
  • What do you mean?- তুমি কি বলতে চাও?
  • Slow down- আস্তে আস্তে
  • How stupid- কি বোকা
  • It's for you- এটা তোমার জন্য
  • He is a religious person- তিনি একজন পরহেজগার মানুষ
  • People are in crisis- মানুষ অনেক কষ্টে আছে
  • Don't worry to much bro- বেশি চিন্তা করো না ভাই
  • Pray to Allah- আল্লাহর কাছে সাহায্য চান
  • Everything will be alright- সবকিছু ঠিক হয়ে যাবে
  • I feel feverish- আমার জ্বর জ্বর লাগছে
  • Allah is the best decision maker- আল্লাহ যা করেন ভালোর জন্য করেন
  • We are alone in this world- এই দুনিয়াতে কেউ কারো নয়
  • Few more days- আর কয়েকটা দিন
  • Everyone is selfish- সবাই শুধু নিজের স্বার্থ দেখে
  • Please don't go abroad- দয়া করে বিদেশ যেও না
  • By the help of middleman- দালালের মাধ্যমে
  • There is no one like mother- মায়ের মত কেউ নেই
  • Your mother is your Jannat- মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত
  • Never ignore your mother's needs- কখনো মায়ের অবহেলা, অযত্ন করো না
  • Woman can make a happy family- সংসার সুখের হয় রমণীর গুনে
  • Disconnecting relation is not good- সম্পর্ক নষ্ট করা ভালো নয়
  • Society is becoming/ being spoiled- সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে
  • They are in deep relation- তাদের মধ্যে গভীর প্রেম চলছে
  • I am in love with you- আমি তোমার প্রেমে পড়েছি
  • I feel you every moment- ২৪ ঘন্টা আমি তোমাকে মিস করি
  • I have an invitation at noon- দুপুরে দাওয়াত আছে
  • Go for shopping- বাজার করে এসো
  • Have you collected admission form?- ভর্তি ফরম উঠিয়েছ?
  • Admission test will be held in the next month- ভর্তি পরীক্ষা সামনে মাসে অনুষ্ঠিত হবে
  • People think you smart- লোকে তোমাকে স্মার্ট মনে করে
  • He is a miser- সে খুব কিপটা
  • Never hurt anyone- কাউকে কষ্ট দিয়ো না
  • Bangladesh is progressing- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে
  • Unemployment is increasing- বেকারত্ব বেড়ে যাচ্ছে    
আরো পড়ুনঃ আরো Short Sentence দেখতে এই লিংকে

পরিশেষে

প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনারা এই আর্টিকেলটি Short Sentence গুলো পড়ে উপকৃত হয়েছেন। এ ধরনের নিয়মিত আর্টিকেল সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটকে নিয়মিত ভিজিট করতে থাকুন। সবশেষে আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে, আজকের মত এখানেই শেষ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url